
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : মিউচুয়াল ফাণ্ড এখন সকলের কাছে কাজের। দ্রুত টাকা বৃদ্ধি করার এর থেকে ভাল আর কিছুই হতে পারে না। তবে একবার ভাবুন তো যদি আপনার ১ লক্ষ টাকা ২০ বছরে আটগুন বৃদ্ধি পায় তাহলে কেমন হবে ?
টাটা ইক্যুইটিতে যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তবে একবছর পর সেই টাকা হবে ১ লক্ষ ৫২ হাজার টাকা। তাহলে বছরে আপনার বৃদ্ধি হল ৫২ দশমিক ০২ শতাংশ।
তিন বছর ধরে যদি এই টাকা আপনি বিনিয়োগ করেন তবে আপনার হাতে আসবে ২ লক্ষ ১১ হাজার টাকা। সেখানেও ভাল উন্নতি হবে আপনার টাকার। সেখানে আপনার রিটার্নের হার থাকবে ২৮ দশমিক ২৫ শতাংশ।
যদি মিউচুয়াল ফাণ্ডে দীর্ঘসময় ধরে বিনিয়োগ করা যায় তাহলে দেখা গিয়েছে প্রতিবারই ভাল অর্থই ফেরত আসবে। সাম্প্রতিককালে টাটা ইক্যুইটি ফাণ্ডে টাকা বিনিয়োগ করে অনেকেই ভাল রিটার্ন পেয়েছেন।
টাটা ইক্যুইটিতে যদি এক লক্ষ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তবে আপনার হাতে আসবে ৩ লক্ষ ৬ হাজার ৫৮০ টাকা। সেখানে আপনার রিটার্নের হার থাকবে ২৫ দশমিক ০৮ শতাংশ।
টাটা ইক্যুইটিতে যদি এক লক্ষ টাকা ১০ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তবে সেখানে আপনার হাতে আসবে ৫ লক্ষ ৪ হাজার ১৯২ টাকা। রিটার্নের হার থাকবে ১৭ দশমিক ৫৬ শতাংশ।
ডিজিটাল সোনা কিনলে অতিরিক্ত মুনাফা, জানুন কী কী লাভ? কিনার পদ্ধতি...
এপ্রিল মাসে জিএসটি আদায়ে নতুন রেকর্ড, কোন রাজ্যে কত শতাংশ জেনে নিন এখনই
ইউপিআই লেনদেন এবার আরও সহজ, ১৬ জুন থেকে কী বদল? জেনে নিন
৫০ বছর বয়সেই নিতে পারেন অবসর, কোথায় বিনিয়োগ করবেন দেখে নিন এখনই
সুদের হারে বড় বদল, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগের আগে দেখে নিন নতুন হিসেব
আরও সোনা মজুত করছে আরবিআই, কারণ জানলে আকাশ থেকে পড়বেন